রবিবার মেট্রো সূচিতে বড় বদল! পরীক্ষার্থীদের জন্য ১ ঘণ্টা আগে শুরু হচ্ছে পরিষেবা, জেনে নিন নতুন সময়সূচি

আগামী রবিবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের কথা মাথায় রেখে মেট্রো রেলের সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য অন্যান্য রবিবারের তুলনায় প্রায় ১ ঘণ্টা আগে মেট্রো পরিষেবা শুরু হবে এবং বাড়তি মেট্রো চালানো হবে।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর – শহিদ ক্ষুদিরাম)

আগামী রবিবার এই রুটে আপ ও ডাউন লাইনে ৬৮টি করে মোট ১৩৬টি মেট্রো চলাচল করবে।

পরিষেবা শুরু: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮টায় (অন্যান্য রবিবারে যা ৯টায় শুরু হয়)। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৪ মিনিটে।

শেষ মেট্রো: রাতের দিকে সময়সূচিতে কোনও বদল করা হবে না। শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো রাত ৯টা ৩০ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে।

গ্রিন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর ফাইভ)

রবিবার সকালে গ্রিন লাইনেও নির্ধারিত সময়ের চেয়ে আগে মেট্রো পরিষেবা শুরু হবে। এই রুটে আপ ও ডাউনে ৫৫টি করে মোট ১১০টি মেট্রো চলবে।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ২ মিনিটে।

শেষ মেট্রো: হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে এবং সল্টলেক থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪৭ মিনিটে ছাড়বে।

অন্যান্য লাইন:

ইয়েলো লাইন (নোয়াপাড়া-দক্ষিণেশ্বর): অন্যান্য রবিবারের মতোই স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা।

পার্পেল ও অরেঞ্জ লাইন: আগামী রবিবার পার্পেল ও অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা অন্যান্য রবিবারের মতোই সম্পূর্ণ বন্ধ থাকবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy