রক্তের সংকট মেটাতে পুলিশের বড় উদ্যোগ, ৮২ জন পুরুষ ও ১২ জন মহিলার রক্তদানে নজির।

রক্তের তীব্র সংকট মেটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিল হুগলি জেলা পুলিশ। শনিবার পুরশুড়া থানার উদ্যোগে আয়োজিত হল এক বিশাল রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই কর্মসূচিতে খাকি উর্দির আড়ালে পুলিশের এক সংবেদনশীল ও সেবামূলক রূপ ধরা পড়ল, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, পুরশুড়া থানার ওসি শুভজিৎ দে সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার—সকলেই স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশ নেন। মোট ৯৪ জন (৮২ জন পুরুষ ও ১২ জন মহিলা) রক্তদাতার সংগৃহীত রক্ত মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

কেবল রক্তদানই নয়, সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা, প্রিন্টেড হ্যান্ড ব্যাগ ও শংসাপত্র প্রদান করা হয়। পুলিশ আধিকারিকদের মতে, এই ধরণের উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও সুসম্পর্ককে আরও মজবুত করবে। কয়েকশো মানুষের উপস্থিতিতে এদিনের শিবিরটি একটি সফল সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy