যুবভারতীকাণ্ডে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস, ক্রীড়া দফতরের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

যুবভারতীতে অনুষ্ঠিত মেসি-কাণ্ডের জেরে অবশেষে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো তাঁর ‘সাদা পাতায় লেখা’ সেই পদত্যাগপত্রটি মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আপাতত এই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী। এর ফলে রাজ্যের স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতরের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের ক্রীড়ামন্ত্রীও।

অরূপ বিশ্বাস ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু যুবভারতীর ঘটনা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠায়, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন।

অরূপের পদত্যাগপত্র প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই নবান্নে তৎপরতা বাড়ে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দফতরের কর্তাদের ডেকে পাঠানো হয় এবং একটি উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপরই ক্রীড়া দফতরের সূত্রে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করেছেন এবং আপাতত এই দফতরের দায়িত্ব তিনি নিজেই পালন করবেন।

একসময় কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে দেখা যাবে। ক্রীড়াপ্রেমীদের আশা, এই পরিবর্তনের ফলে মেসি-কাণ্ডের তদন্ত সঠিকভাবে পরিচালিত হবে এবং অভিযোগকারীরা সুবিচার পাবেন।

‘সাদা পাতার’ পদত্যাগপত্র নিয়ে বিতর্ক:

অরূপ বিশ্বাসের পদত্যাগপত্রটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই যুবভারতী কাণ্ডের দায় নিয়ে ইস্তফা দেওয়ায় অরূপ বিশ্বাসকে স্বাগত জানিয়েছেন। তবে অধিকাংশ নেটিজেনই সমালোচনায় সরব হয়েছেন। অনেকে ‘সাদা পাতায়’ পদত্যাগপত্র লেখার শৈলীর সমালোচনা করেছেন, আবার কেউ কেউ এটিকে ‘রাজ্যের মানুষকে ধোঁকা দেওয়ার কারসাজি’ বলে মন্তব্য করেছেন। কিছু সমালোচক সরাসরি দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের (I-PAC) চাপে বাধ্য হয়েই অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। যদিও এই বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy