মোদীর মুকুটে নতুন পালক! বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক শক্তি ও দূরদর্শী নেতৃত্বের মুকুটে যুক্ত হলো আরও একটি উজ্জ্বল পালক। মঙ্গলবার ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’-এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিশ্বের প্রথম কোনও রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হিসেবে এই বিশেষ সম্মান পেলেন মোদী।

কেন এই বিশেষ সম্মান? ভারত ও ইথিওপিয়ার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করা, বিশ্বশান্তি এবং আফ্রিকান দেশগুলোর উন্নয়নে ভারতের নিরন্তর সহযোগিতার স্বীকৃতি হিসেবেই নরেন্দ্র মোদীকে এই সম্মান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেন:

  • এই সম্মান কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি ভারত ও ইথিওপিয়ার গভীর বন্ধুত্বের প্রতিফলন।

  • তিনি এই আন্তর্জাতিক পুরস্কার ভারতের ১৪০ কোটি মানুষের উদ্দেশে উৎসর্গ করেছেন।

শিক্ষা ও সভ্যতার বন্ধন: পুরস্কার গ্রহণের ভাষণে প্রধানমন্ত্রী মোদী ইথিওপিয়ার প্রাচীন সভ্যতার প্রশংসা করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, গত ১০০ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় শিক্ষকরা ইথিওপিয়ার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে নীরব বিপ্লব ঘটিয়েছেন। এই ঐতিহাসিক সংযোগই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মূল ভিত্তি।

আফ্রিকায় ভারতের প্রভাব: প্রধানমন্ত্রী মোদী ইথিওপিয়ার নেতা আবি আহমেদ আলির নেতৃত্বের প্রশংসা করে বলেন, আফ্রিকার উন্নয়ন ও স্থিতিশীলতায় ইথিওপিয়ার ভূমিকা অপরিসীম। ভারত সর্বদা আফ্রিকার পাশে থেকে ‘গ্লোবাল সাউথ’-এর আওয়াজ বিশ্বমঞ্চে জোরালো করতে বদ্ধপরিকর।

সাফল্যের ধারা: উল্লেখ্য, এর আগেও একাধিক দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে। তবে ইথিওপিয়ার এই সম্মান প্রদান আন্তর্জাতিক স্তরে ভারতের ক্রমবর্ধমান ‘সফট পাওয়ার’ ও কূটনৈতিক সাফল্যেরই প্রমাণ দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy