আজ দু’দিনের সফরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজ এবং ভারত-রাশিয়া সামিটে অংশগ্রহণ। তবে এই সফরের প্রধান আকর্ষণ কেবল কূটনৈতিক আলোচনা নয়, বরং রুশ প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা, যা এবারও চরম কৌতূহলের জন্ম দিয়েছে।
পুতিনের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে পাঁচ স্তরীয় ব্যবস্থা। তাঁর বিশেষ গাড়ি ‘ওরাস সেনাট’-এর পাশাপাশি মস্কো থেকে উড়ে এসেছে আরও এক রহস্যময় সঙ্গী—‘পুপ স্যুটকেস’ (Poop Suitcase)।
হোটেলের শৌচাগার ব্যবহার করেন না পুতিন কেন?
সংবাদ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অন্য কোনো দেশে সফরে গেলে সেখানকার হোটেলের শৌচাগার ব্যবহার করেন না। তিনি তাঁর দেহরক্ষীদের সঙ্গে আনা এই বিশেষ স্যুটকেসেই (পুপ স্যুটকেস) মল-মূত্র ত্যাগ করেন।
এই চরম গোপনীয়তার কারণ হলো, পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য শত্রুদের হাতে যাওয়া আটকানো। দীর্ঘ দিন ধরেই রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে জল্পনা চলছে—তাঁর শারীরিক অবস্থার পরিবর্তন থেকে শুরু করে মারণ রোগে আক্রান্ত হওয়ার গুঞ্জনও উঠেছে। মস্কো যদিও এ বিষয়ে নীরব। তবে গোয়েন্দা সংস্থাগুলির ধারণা, পুতিনের মল বা মূত্র পরীক্ষা করে শত্রুপক্ষ তাঁর স্বাস্থ্য এবং দুর্বলতা সম্পর্কে জেনে যেতে পারে। এই আশঙ্কায় তাঁর সমস্ত বর্জ্য পদার্থ বিশেষ প্রক্রিয়ায় স্যুটকেসে ভরে রাশিয়াতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
শুধু তাই নয়, বিষক্রিয়ার আশঙ্কা থাকায় পুতিন বাইরের কোনো খাবার খান না। তাই তাঁর জন্য এক সপ্তাহের খাবার, ব্যক্তিগত রাঁধুনি এবং একটি পার্সোনাল ফুড ল্যাবও (Personal Food Lab) তাঁর বিমানে উড়িয়ে আনা হয়েছে। চরম সতর্কতা ও গোপনীয়তার মোড়কে মোড়া পুতিনের এই সফর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।