কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে এবার ‘মহাত্মা গান্ধী’-র নাম নিয়ে শুরু হলো জোর রাজনৈতিক তরজা। লোকসভায় ‘জি-রাম-জি’ (G Ram G) বিল পাসের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের পুরনো ১০০ দিনের কাজ প্রকল্প (MGNREGA) থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার পথে হাঁটছে মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়ে পাল্টা বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নিজস্ব ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে এবার করা হলো ‘মহাত্মা-শ্রী’।
শনিবার রাজ্য পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে এই নামবদল সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্র গান্ধীজিকে সম্মান না দিলেও বাংলা জানে কীভাবে জাতির জনককে শ্রদ্ধা জানাতে হয়। কলকাতার এক অনুষ্ঠানে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কেন্দ্রীয় সরকার গান্ধীজির নাম তুলে দিচ্ছে দেখে আমি অত্যন্ত অপমানিত বোধ করেছি। তাই আমাদের কর্মশ্রী প্রকল্পের নাম এখন থেকে মহাত্মা গান্ধীর নামেই হবে।”
নতুন এই ‘মহাত্মা-শ্রী’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের জব কার্ড হোল্ডাররা বছরে সর্বোচ্চ ১০০ দিনের কাজ পাবেন। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে ১০০ দিনের কাজের বকেয়া এবং গান্ধীজির নাম বাদ দেওয়াকে হাতিয়ার করে মোদী সরকারকে জনমানসে কোণঠাসা করতেই এই মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।