নদীয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা জনসভাকে ঘিরে যখন সাজ সাজ রব, ঠিক তখনই ঘটে গেল এক বীভৎস দুর্ঘটনা। মুর্শিদাবাদ থেকে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চারজনের। শনিবার ভোরে কৃষ্ণনগর-রানাঘাট শাখার তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা? রেল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ও আহতরা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তাঁরা ট্রেনের মাধ্যমে নদীয়ার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভায় আসছিলেন। ভোরবেলা ট্রেন থেকে নেমে রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন তাঁরা। সেই সময় দ্রুতগতির একটি ট্রেন চলে এলে তাঁরা আর সরে যাওয়ার সুযোগ পাননি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও একজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। বর্তমানে আরও এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
মতুয়া মনস্তত্ত্ব ও মোদীর সভা: এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে মতুয়া সমাজের মনে যখন হাজারো প্রশ্ন ও আশঙ্কা দানা বেঁধেছে, ঠিক সেই আবহেই আজ নদীয়ার সভায় যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। স্বাভাবিকভাবেই এই সভাকে কেন্দ্র করে সীমান্ত সংলগ্ন এলাকায় উত্তেজনা ছিল তুঙ্গে। সভার উদ্দেশ্যে সকাল থেকেই মানুষের ঢল নামতে শুরু করেছিল। কিন্তু সেই ভিড় আছড়ে পড়ার আগেই শ্মশানের নীরবতা নেমে এল ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে।
ঘটনাস্থলে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন পৌঁছে উদ্ধারকার্য সম্পন্ন করেছে। এই ঘটনার জেরে প্রধানমন্ত্রীর সভার আগে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। একইসাথে রেললাইনের ধারে নিরাপত্তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।