মেসির পোস্টে বাঙালির নাম, অথচ সেই বাঙালিই এখন জেল হেফাজতে! ভারত থেকে ফিরেই ‘গোট’ ধামাকা ইনস্টাগ্রামে

তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। ভারত সফর সেরে নিজের দেশে ফিরেই ফুটবল দুনিয়ার সম্রাট লিওনেল মেসি তাঁর ‘গোট ট্যুর’ (GOAT Tour) নিয়ে একটি বিশেষ ভিডিও শেয়ার করলেন ইনস্টাগ্রামে। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতার উষ্ণ আতিথেয়তায় আপ্লুত এলএম টেন (LM10) স্পষ্ট লিখলেন, “নমস্কার ভারত!”

রেকর্ড গড়া সোশ্যাল মিডিয়া পোস্ট: ৫১১ মিলিয়ন ফলোয়ারের এই ফুটবল তারকার পোস্টটি মুহূর্তের মধ্যে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।

লাইক ও কমেন্ট: পোস্ট হওয়ার অল্প সময়ের মধ্যেই এতে প্রায় ৯০ লক্ষ (৯ মিলিয়ন) লাইক পড়েছে এবং কমেন্টের সংখ্যা ছাড়িয়েছে দেড় লক্ষ।

বার্তায় কী লিখলেন মেসি? মেসি লিখেছেন, “নমস্কার ভারত! দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় আমি অসাধারণ সময় কাটিয়েছি। এই ভালবাসার জন্য ধন্যবাদ। আশা করি ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।”

মেসির পোস্টে বাঙালির নাম, কিন্তু তিনি কোথায়?
সবচেয়ে নাটকীয় বিষয় হলো, মেসির এই মেগা পোস্টের শেষে বড় বড় অক্ষরে লেখা রয়েছে— ‘A Satadru Dutta Initiative’। এই শতদ্রু দত্তই মেসিকে ভারতে আনার মূল কারিগর। কিন্তু বর্তমানে তিনি কলকাতায় রাজ্য পুলিশের হেফাজতে রয়েছেন।

কেন গ্রেফতার? কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সফরের সময় যে ব্যাপক বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই অভিযোগে বিধাননগর পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

বিপরীত ছবি: একদিকে মেসির প্রোফাইলে শতদ্রু দত্তর নাম বিশ্বজুড়ে ৫১ কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, অন্যদিকে ভারতে তিনি শ্রীঘরে দিন কাটাচ্ছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy