মেসির অনুষ্ঠানকাণ্ডে তোলপাড়, মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত আদালতে, যুবভারতীতে মুখ্যসচিবের নেতৃত্বে তদন্ত কমিটি

লিওনেল মেসির ভারত সফর ঘিরে যুবভারতীতে নজিরবিহীন বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবারের এই ঘটনায় রোববার সকালে মামলার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে আদালতে পেশ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। এই আবহেই মুর্শিদাবাদ-মালদহকে পাখির চোখ করে মাঠে নামছে AIMIM এবং বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিও অব্যাহত।

শতদ্রু দত্ত গ্রেফতার ও আদালতে পেশ, বাইরে বিক্ষোভ

শনিবারের বিশৃঙ্খলার ঘটনায় অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাঁকে আদালতে পেশ করা হয়। পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। মুখ ঢেকে তিনি গাড়ি থেকে নামেন এবং আদালতে প্রবেশ করেন। এ সময় আদালতের বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান

মুখ্যসচিবের নেতৃত্বে যুবভারতীতে তদন্ত কমিটি

শনিবারের বিশৃঙ্খলার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিলেন। রোববার সকালে সেই কমিটি যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনে পৌঁছায়। তদন্ত কমিটির শীর্ষে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় ছাড়াও এই পরিদর্শনে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তাঁরা গোটা মাঠ ঘুরে দেখেন এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন।

শুভেন্দু অধিকারীর তোপ, বিদেশের সংবাদেও বাংলার বদনাম

যুবভারতীর এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, গার্ডিয়ান এবং বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও মেসির সফরের শুরুতে এই বিশৃঙ্খলার ছবি প্রকাশিত হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, লিওনেল মেসিকে মাঠ ছাড়তে হওয়া এবং স্টেডিয়ামে ভাঙচুরের মতো নজিরবিহীন ঘটনা বাংলার ভাবমূর্তি নষ্ট করেছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রীতিমতো রাজনৈতিক তরজা।

মুর্শিদাবাদ-মালদহে শক্তি বাড়াচ্ছে মিম

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ ও মালদহকে পাখির চোখ করেছে AIMIM। এই আবহে মুর্শিদাবাদ জেলাজুড়ে ‘অধিকার যাত্রা’ শুরু করছে মিম। দলের রাজ্য সভাপতি ও মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখের উপস্থিতিতে বঞ্চনা ও অধিকারের দাবিতে শক্তিশালী আন্দোলনের বার্তা দেওয়া হবে এই যাত্রার মাধ্যমে।

দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে সংখ্যালঘু যোগদান

অন্যদিকে, খড়গপুরে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি অব্যাহত। শনিবার রাতে খড়গপুর শহরের এক নম্বর মন্ডলের সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। দিলীপ ঘোষ জানিয়েছেন, যে ওয়ার্ডগুলোতে মুসলিমের সংখ্যা বেশি, সেখানে বিজেপির ভোট কম ছিল এবং বুথ কমিটিও ছিল না। এখন বুথ কমিটি তৈরি হয়েছে এবং সংখ্যালঘুরাও বুঝেছেন যে বিজেপিই বিকল্প।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy