যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বজয়ী মহাতারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জল গড়াল অনেক দূর। অবশেষে চাপের মুখে নতিস্বীকার করে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। মঙ্গলবার নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্যাহতির আবেদন জানান তিনি, যা মুখ্যমন্ত্রী সানন্দে গ্রহণ করেছেন।
তবে এই পদত্যাগ ঘিরেই শুরু হয়েছে এক নয়া ডিজিটাল যুদ্ধ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্তফাকে ‘আইওয়াশ’ বা লোকদেখানো বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, শুধুমাত্র পদত্যাগ নয়, দুর্নীতির অভিযোগে অরূপ বিশ্বাসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
লাল কালির মার্কশিট: এদিন বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন শুভেন্দু অধিকারী তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। অরূপ বিশ্বাসের হাতে লেখা ইস্তফাপত্রটি পোস্ট করে সেখানে একাধিক বানান ভুল লাল কালি দিয়ে গোল করে চিহ্নিত করেছেন তিনি।
চিঠিতে দেখা যাচ্ছে, প্রাক্তন মন্ত্রী ‘ক্রীড়ামন্ত্রী’ বানানের বদলে লিখেছেন ‘ক্রিয়ামন্ত্রী’। শুধু তাই নয়, ‘পরিপ্রেক্ষিতে’ শব্দের জায়গায় লেখা হয়েছে ‘পরিপেক্ষিতে’ এবং ‘ক্রীড়াঙ্গন’ হয়ে গেছে ‘ক্রিয়াঞ্জনে’। এই ভুলগুলো তুলে ধরে শুভেন্দু বিদ্রুপের সুরে লিখেছেন, “পশ্চিমবঙ্গের এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য আজ মানুষ ‘ক্রিয়ামন্ত্রী’র থেকে অব্যাহতি চাইছেন।”
প্রশাসনিক রদবদল: রাজনৈতিক মহলে এই ‘বানান-বিভ্রাট’ নিয়ে হাসাহাসি শুরু হলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসনিক সূত্রে খবর, আপাতত ক্রীড়া দফতরের দায়িত্ব কোনও নতুন কাউকে না দিয়ে নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মেসিকে ঘিরে যে আবেগের জোয়ার বাংলায় এসেছিল, তা শেষ পর্যন্ত একজন হেভিওয়েট মন্ত্রীর পদত্যাগ এবং বানান নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানিতে পর্যবসিত হবে, তা হয়তো অতি বড় রাজনৈতিক বিশ্লেষকও কল্পনা করতে পারেননি।