কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ভারত সরকারের অন্যতম জনপ্রিয় ও লাভজনক প্রকল্প হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)। উচ্চশিক্ষা হোক বা বিয়ে— মেয়ের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে এই প্রকল্পে বিনিয়োগ করা এখন আগের চেয়েও অনেক বেশি সুবিধাজনক। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২% হারে আকর্ষণীয় সুদ পাওয়া যাচ্ছে।
১. কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন? (যোগ্যতা)
বয়স সীমা: মেয়ের বয়স ১০ বছর হওয়ার আগেই এই অ্যাকাউন্ট খুলতে হবে।
অভিভাবক: বাবা-মা বা আইনি অভিভাবক মেয়ের নামে অ্যাকাউন্টটি পরিচালনা করবেন।
সীমা: একটি পরিবারে সর্বোচ্চ দুই মেয়ের জন্য আলাদা দু’টি অ্যাকাউন্ট খোলা যায় (যমজ সন্তান হলে ক্ষেত্রবিশেষে তিনটির অনুমতি রয়েছে)।
২. বিনিয়োগ ও বিপুল রিটার্নের অংক
অল্প বিনিয়োগে বড় তহবিল গড়ার এটি একটি জাদুকরী সুযোগ।
ন্যূনতম বিনিয়োগ: বছরে মাত্র ২৫০ টাকা দিয়ে শুরু করা যায়।
সর্বোচ্চ বিনিয়োগ: বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া সম্ভব।
ম্যাচুরিটির জাদু: যদি কেউ বছরে ১.৫ লক্ষ টাকা করে ১৫ বছর জমা করেন, তবে ২১ বছর পর ম্যাচুরিটির সময় বর্তমান সুদের হার অনুযায়ী প্রায় ৭১ লক্ষ টাকা পেতে পারেন।
৩. তিনগুণ কর ছাড় (EEE সুবিধা)
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগকারীরা EEE (Exempt-Exempt-Exempt) সুবিধা পান, যা সচরাচর সব স্কিমে মেলে না: ১. বিনিয়োগে ছাড়: আয়কর আইনের ৮০সি ধারায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়। ২. সুদে ছাড়: প্রতি বছর যে সুদ জমা হবে, তার ওপর কোনো ট্যাক্স দিতে হবে না। ৩. ম্যাচুরিটিতে ছাড়: ২১ বছর পর প্রাপ্ত সম্পূর্ণ অর্থ হবে একেবারে করমুক্ত।
৪. SSY বনাম অন্যান্য বিনিয়োগ: বিশেষজ্ঞরা কী বলছেন?
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) বা সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় SSY-তে সুদের হার বেশি। তবে বিশেষজ্ঞরা মনে করেন:
সুরক্ষা: এটি একটি সরকারি স্কিম, তাই পুঁজি ১০০% সুরক্ষিত।
মুদ্রাস্ফীতি: শুধু SSY-তে টাকা না রেখে এর পাশাপাশি কিছু টাকা ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতিকে হারিয়ে আরও ভালো রিটার্ন পাওয়া সম্ভব।
মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই নিকটস্থ পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট সম্পর্কে খোঁজ নিন।