মেয়ের অত্যাচারে ঘরছাড়া ৭০ বছরের বৃদ্ধা! ভাঙাচোরা চিলেকোঠায় কাটছে দিন, ন্যায় বিচার পেতে বিডিও-র দুয়ারে মা

সমাজ আর কতখানি অমানবিক হতে পারে, তার এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার চন্দ্রকোনা-২ ব্লক। নিজের পেটের মেয়ের হাতে লাঞ্ছিত ও প্রহৃত হয়ে ১০ বছর ধরে ঘরছাড়া ৭০ বছরের বৃদ্ধা কমলা পাত্র। শেষমেশ মাথা গোঁজার ঠাঁই ফিরে পেতে এবং মেয়ের বিরুদ্ধে শাস্তির দাবিতে সোমবার বিডিও-র দ্বারস্থ হলেন এই অসহায় মা।

ডালিমাবাড়ি গ্রামের বাসিন্দা কমলা দেবীর স্বামী ২০১১ সালে মারা যান। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। ছোট মেয়ে বেলা বাগের ঘর ভাঙলে মা হিসেবে কমলা দেবীই তাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, সেই মেয়েই ধীরে ধীরে রাক্ষুসী রূপ ধারণ করে। মেয়ের অত্যাচারে ঘর ছেড়ে পালিয়েছেন জামাই, আর ১০ বছর আগে মারধর করে মা-কেও বাড়ি থেকে বের করে দিয়েছে বেলা ও তার পরিবার।

বাড়িছাড়া হওয়ার পর কমলা দেবী গ্রামের একটি মুড়িমিল-এ রাঁধুনির কাজ শুরু করেন। কয়েক বছর আগে সেই মিলটিও বন্ধ হয়ে যায়। বর্তমানে সেই বন্ধ মিলের এক কোণে ভাঙাচোরা, বিদ্যুৎহীন এক চিলেকোঠায় দিন কাটছে তাঁর। কনকনে শীতের রাতে পর্যাপ্ত পোশাক বা বিছানা ছাড়াই রাত কাটাতে বাধ্য হচ্ছেন তিনি। নিজের স্বামীর ভিটেয় ফিরতে চাইলে মেয়ে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ।

বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন ডালিমাবাড়ি গ্রামের প্রতিবেশীরা। তাঁদের দাবি, বৃদ্ধার অভিযোগ একশো শতাংশ সত্যি। প্রতিবেশীরা কমলা দেবীকে ঘরে ফেরানোর চেষ্টা করলে মেয়ে বেলা তাঁদের ওপর চড়াও হয়। যদিও অভিযুক্ত মেয়ে বেলা বাগের দাবি, তাঁর মা ‘খিটখিটে’ স্বভাবের এবং নির্যাতনের অভিযোগ সঠিক নয়। তাঁর পাল্টা দাবি, বাবা মারা যাওয়ার পর পারিবারিক অশান্তির জেরেই এই দূরত্ব।

ঘটনার গুরুত্ব বুঝে চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও উৎপল পাইক জানিয়েছেন, “বৃদ্ধার থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত বেদনাদায়ক। আমি ইতিমিধ্যেই পুলিশের সঙ্গে কথা বলেছি। দ্রুত তদন্ত করে বৃদ্ধাকে তাঁর ঘরে ফেরানোর এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।”

এক বৃদ্ধা মায়ের জীবনের অন্তিম লগ্নে এই লড়াই এখন গোটা গ্রামের আলোচ্য বিষয়। প্রশাসন কি পারবে কমলা দেবীকে তাঁর নিজের ছাদের তলায় শান্তিতে বসবাসের অধিকার ফিরিয়ে দিতে? উত্তরের অপেক্ষায় ডালিমাবাড়ি গ্রাম।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy