মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ১ ডিসেম্বর থেকে পার্পল লাইনে বাড়ছে পরিষেবা ও সময়, মাঝেরহাট থেকে ট্রেন যাত্রীদের সুবিধা

কলকাতা মেট্রোর পার্পল লাইনের (জোকা-মাঝেরহাট) যাত্রীদের জন্য সুখবর। আগামী ১ ডিসেম্বর সোমবার থেকে সপ্তাহের কর্মদিবসে পার্পল লাইনে আরও বেশি মেট্রো পরিষেবা চালু হচ্ছে। একই সঙ্গে পরিষেবার সময়ও বাড়ানো হচ্ছে, যা বিশেষভাবে উপকারে আসবে ইস্টার্ন রেলের মাঝেরহাট স্টেশন থেকে লোকাল ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের। এর ফলে ট্রেন থেকে নেমে দ্রুত মেট্রো ধরার সুবিধা পাবেন এই রুটের যাত্রীরা।কবে থেকে এবং কী পরিবর্তন?মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ১ ডিসেম্বর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন পার্পল লাইনে ৮৪টি মেট্রো পরিষেবা (৪২ আপ ও ৪২ ডাউন) চালানো হবে। আগে এই সংখ্যা ছিল ৮০টি (৪০ আপ ও ৪০ ডাউন)।এছাড়াও, প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে:রুটের বিবরণনতুন সময় (১ ডিসেম্বর থেকে)পুরোনো সময়দিনের প্রথম মেট্রোজোকা থেকে মাঝেরহাটসকাল ০৬:৪০সকাল ০৬:৫০মাঝেরহাট থেকে জোকাসকাল ০৭:০৩সকাল ০৭:১৪দিনের শেষ মেট্রোজোকা থেকে মাঝেরহাটরাত ২১:০৫রাত ২০:৩৬মাঝেরহাট থেকে জোকারাত ২১:২৬রাত ২০:৫৭মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিষেবার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সময় বাড়ানোয় শিয়ালদহ-বজবজ শাখার যাত্রীদের সকাল ও রাতের ব্যস্ত সময়ে যথেষ্ট সুবিধা হবে।শনি ও রবিবারের পরিষেবাশনিবার: ২২ নভেম্বর থেকে শনিবারেও পার্পল লাইনে পরিষেবা শুরু হয়েছে। শনিবারে ২০ আপ ও ২০ ডাউন মিলিয়ে মোট ৪০টি মেট্রো চলবে।রবিবার: এই লাইনে কোনও পরিষেবা থাকবে না।বছর শেষে মেট্রোর অতিরিক্ত পরিষেবা এবং সময় বৃদ্ধির ফলে দক্ষিণ-পশ্চিম কলকাতা সহ সংলগ্ন এলাকার যাত্রীদের যাতায়াতে আরও স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy