মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে ঘিরে এদিন লোকে লোকারণ্য হয়ে ওঠে। জনসমাগম নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর দিলেন এক বিস্ফোরক তথ্য। তিনি দাবি করেন, এই অনুষ্ঠানে তাঁর প্রত্যাশার চেয়েও অনেক বেশি মানুষ অংশ নিয়েছেন।
ভিড়ের সংখ্যা প্রসঙ্গে হুমায়ূন কবীর বলেন, “কম করে ৪ লক্ষ মানুষ এসেছেন। আমার ধারণা ছিল ২ লক্ষ লোক আসবে, কিন্তু আরও ৫০ হাজার লোক বাড়ত।” তাঁর কথায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি—সহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।
তবে ভিড় নিয়ে মন্তব্য করার পরই তিনি সরাসরি প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। হুমায়ূন কবীরের দাবি, “প্রশাসনের একটা অংশ অনেক চমকেছে।” তিনি অভিযোগ করেন, অনেক লোক বাস ভাড়া করেছিল, কিন্তু তাদের গন্তব্য মুর্শিদাবাদের বাবরি মসজিদ জানার পরই প্রশাসন তাদের বসিয়ে রেখেছে (বাধা দিয়েছে)।
এছাড়াও, পুলিশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অভিযোগ তুলে হুমায়ূন কবীর বলেন, “আমার এখানে হরিহরপাড়ার একটা ছেলে, আসিক ইকবাল। তিনি শুধু ফেসবুকে বলেছিলেন, হরিহরপাড়ার হাজার হাজার লোককে এই ভিত্তি স্থাপন অনুষ্ঠানে যেতে হবে। তাঁকে কাল সকালে উঠিয়ে নিয়ে গিয়ে…এখানে যে অরূপ রায় ডিউটি করতে এসেছেন…ওঁর পুলিশ তাঁকে উঠিয়ে নিয়ে গিয়ে…সকালে ছেড়ে দেওয়ার কথা ছিল, এখনও ছাড়েনি।” তিনি আরও জানান, এই ঘটনায় ওই যুবকের স্ত্রী তাঁর কাছে এসে কান্নাকাটি করছেন। হুমায়ূন কবীরের এই অভিযোগ রাজ্যের প্রশাসনিক মহলে নতুন করে তোলপাড় সৃষ্টি করতে পারে।