‘মাসাবাকে আমি নষ্ট করতে চাইনি’! বিয়ে না করেও কেন সিঙ্গল মাদার হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন নীনা গুপ্তা?

বি-টাউনের অন্যতম সাহসী সিঙ্গল মাদার অভিনেত্রী নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নয়। কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কের পর যখন তিনি মা হওয়ার কঠিন সিদ্ধান্ত নেন, তখন তাঁকে সমাজের ও বলিপাড়ার তীব্র নিন্দা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। নীনা তাঁর আত্মজীবনী ‘সচ কহু তো’-তে সেই কঠিন যাত্রা এবং মা হওয়ার অনুভূতিকে অকপটে তুলে ধরেছেন।

নীনা লিখেছেন যে তিনি জানতেন সিঙ্গল মাদার হিসেবে লড়াইটা সহজ হবে না, তবুও তিনি বদ্ধপরিকর ছিলেন যে রিচার্ডসের সঙ্গে তাঁর ভালোবাসার উপহার, অর্থাৎ তাঁদের কন্যা মাসাবাকে, তিনি নষ্ট করবেন না।

মা হওয়ার খবর শুনে কী বলেছিলেন রিচার্ডস? আত্মজীবনীতে নীনা সেই মুহূর্তের কথা বর্ণনা করেছেন, যখন তিনি জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন। সেই দিন পা থেকে মাটি সরে গিয়েছিল তাঁর। কিন্তু তিনি স্থির করেন যে এই সন্তানকে তিনি রাখবেন। তাঁর মনে একটাই ভয় ছিল—ভিভ রিচার্ডস কি মেনে নেবেন?

নীনা লেখেন, “অনেক ভাবনা চিন্তা করে, যখন ফোনে করি রিচার্ডকে, তখন উত্তরটা শুনে অবাক হয়ে যাই। রিচার্ড আমাকে স্পষ্ট বলে, ‘তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তোমার পাশে রয়েছি। আমাদের ভালবাসার প্রমাণ অক্ষত থাকুক সেটাই চাই। যে কোনও ব্যাপারেই তোমার পাশে আছি।'”

নীনা জানান, তিনি ভিভ রিচার্ডসের থেকে এমন উত্তর আশা করেননি। তিনি ভেবেছিলেন, রিচার্ড হয়তো সন্তানকে মেনে নেবেন না। কিন্তু উল্টোটা হওয়ায় নিজেকে খুবই ভাগ্যবান মনে করেন তিনি। ভিভ রিচার্ডস এবং কন্যা মাসাবাকে পেয়েই তাঁর জীবন পূর্ণতা পেয়েছে বলে দাবি করেন নীনা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy