‘মানবিক কারণে দেশে ফেরাতে হবে’ অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তাঁর ছেলেকে ফিরিয়ে আনতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভুল করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তাঁর ৮ বছরের ছেলেকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর একটি বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় দেয়।

কেন্দ্রের সম্মতি ও শর্ত
শীর্ষ আদালতের এই নির্দেশের পর কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক কারণে সোনালি বিবি এবং তাঁর সন্তানকে দেশে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। পাশাপাশি তাঁদের নজরদারিতেও রাখা হবে বলে কেন্দ্র জানিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যে, সোনালিদের দিল্লিতে ফিরিয়ে আনা হবে, যেখান থেকে তাঁদের তুলে নিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল।

রাজ্য সরকারের প্রতি নির্দেশ
সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাও স্পষ্ট করে দিয়েছে। বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে নাবালকের যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে, বীরভূম জেলার প্রধান চিকিৎসা আধিকারিককে (CMOH) নির্দেশ দেওয়া হয়েছে, গর্ভবতী সোনালি বিবিকে দেশে ফিরিয়ে আনার পর তাঁকে সম্ভাব্য সকল চিকিৎসা সহায়তা প্রদান করতে হবে।

কেন বহিষ্কার?
সোনালির বাবার অভিযোগ, তাঁরা দুই দশকেরও বেশি সময় ধরে দিল্লির রোহিণী এলাকার সেক্টর ২৬-এ দিনমজুর হিসেবে কাজ করতেন। তাসত্ত্বেও, গত ১৮ জুন পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যায় এবং পরে ২৭ জুন সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়।

বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল এবং সঞ্জয় হেগড়ে আদালতকে আরও জানিয়েছেন যে, সোনালির স্বামী-সহ আরও অনেকে বাংলাদেশে রয়েছেন, যাঁদের ভারতে ফিরিয়ে আনা প্রয়োজন। এই বিষয়ে সলিসিটর জেনারেলকে আরও নির্দেশ চাইতে অনুরোধ করা হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy