মাদারিহাটে গজরাজের তাণ্ডব! জলদাপাড়া থেকে বেরিয়ে দুই গ্রামে হাতির হানা, ঘরবাড়ি হারিয়ে বিপাকে বাসিন্দারা

উত্তরবঙ্গে হাতির হামলার উপদ্রব যেন থামছেই না। এবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের দু’টি ভিন্ন গ্রামে তান্ডব চালাল দু’টি বুনো হাতি। শুক্রবার ভোরে এই জোড়া হামলার ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হাতির হানায় তছনছ হয়ে গিয়েছে একাধিক ঘরবাড়ি ও গাছপালা।

কী ঘটেছিল? বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে জলদাপাড়ার জঙ্গল থেকে দু’টি হাতি লোকালয়ে বেরিয়ে আসে। তারা মাদারিহাট-বীরপাড়া ব্লকের দুই পৃথক এলাকায় আক্রমণ চালায়:

পশ্চিম খয়েরবাড়ি: মাস্টার পাড়ার বাসিন্দা সুশীল রায়ের বাড়িতে হামলা চালায় একটি হাতি। গজরাজের ধাক্কায় ভেঙে পড়ে বাড়ির দেওয়াল।

ছেঁকামারী গ্রাম: অন্য একটি হাতি হামলা চালায় বিষ্ণু ওঁরাওয়ের বাড়িতে। সেখানেও বাড়ির ক্ষতি করার পাশাপাশি বেশ কিছু গাছ উপড়ে ফেলে হাতিটি।

বন দফতরের তৎপরতা
ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছান বন কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় হাতি দু’টিকে লোকালয় থেকে তাড়িয়ে ফের জলদাপাড়ার জঙ্গলে ঢোকানো সম্ভব হয়। তবে ঘরবাড়ি হারিয়ে এই হাড়কাঁপানো শীতে এখন চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত দুই পরিবার। বন দফতরের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

উদ্বেগে উত্তরবঙ্গ: উত্তরবঙ্গে হাতি-মানুষের লড়াই দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বনাঞ্চল থেকে হাতি বেরিয়ে এসে লোকালয়ে ফসল ও ঘরবাড়ির ক্ষতি করার ঘটনা প্রায়ই ঘটছে। মাদারিহাটের আজকের এই জোড়া ঘটনা নতুন করে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার প্রশ্নটি তুলে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy