মাথায় রডের আঘাত, ঘটনাস্থলেই মৃত্যু! ফলতার গোপালপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড, নিহতের অতীত নিয়ে চাঞ্চল্যকর তথ্য

শীতের সকালেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতা। সামান্য বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল ফলতা থানার গোপালপুর এলাকায়। নিহতের নাম আহম্মদ আলি। রড দিয়ে মাথায় আঘাতের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে।

রক্তাক্ত বচসা ও মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আহম্মদ আলির সঙ্গে প্রতিবেশী আকবর খাঁ-র পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া শুরু হয়। বচসা চলাকালীন পরিস্থিতি আচমকা চরম আকার নেয়। অভিযোগ, আসগার আলি খানের পরিবারের লোকজন লোহার রড নিয়ে আহম্মদের ওপর চড়াও হয়। তাঁর মাথায় সজোরে রডের আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আহম্মদের।

নিহতের ‘ক্রিমিনাল রেকর্ড’ ও পুলিশি তৎপরতা
ঘটনার খবর পেয়েই ফলতা থানার বিশাল পুলিশ বাহিনী গোপালপুরে পৌঁছয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে। তবে এই ঘটনার একটি অন্য দিকও উঠে এসেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নিহত আহম্মদ আলির বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ ছিল। সেই পুরনো শত্রুতার জেরেই কি এই খুন, নাকি স্রেফ তাৎক্ষণিক বচসা— তা খতিয়ে দেখছে পুলিশ।

৩ জন গ্রেফতার, এলাকায় পুলিশ পিকেট
এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসগার আলির পরিবারের ৩ সদস্যকে পুলিশ ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে। এলাকায় আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আসর ঘটনা জানতে অভিযুক্তদের জেরা করা শুরু হয়েছে।

একদিকে পুরনো শত্রুতা আর অন্যদিকে প্রতিবেশী কোন্দল— দুইয়ে মিলে ফলতার গোপালপুর এখন কার্যত থমথমে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy