মহাকাশে ভারতের ‘বাহুবলী’ গর্জন! ক্রিসমাসের সকালেই ইতিহাস গড়ল ইসরো, কাঁপছে বিশ্ববাজার

ক্রিসমাসের প্রাক্কালে বিশ্বমঞ্চে ভারতের মাথা আরও উঁচু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। বুধবার সকাল ৮টা ৫৪ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরোর সবথেকে শক্তিশালী রকেট LVM3-M6 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই ‘বাহুবলী’ রকেটটি ভারতের মাটি থেকে এযাবৎকালের সবথেকে ভারী বিদেশি উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দিয়ে এক নতুন মাইলফলক স্থাপন করল।

কেন এই মিশন এত স্পেশাল? এই অভিযানে মার্কিন সংস্থা ‘AST SpaceMobile’-এর অত্যাধুনিক যোগাযোগ উপগ্রহ ‘BlueBird 6’ মহাকাশে পাঠানো হয়েছে, যার ওজন প্রায় ৫৭০০ কিলোগ্রাম। এই উপগ্রহটি বিজ্ঞানের এক বিস্ময়; এটি কোনো টাওয়ার ছাড়াই সরাসরি সাধারণ স্মার্টফোনে ব্রডব্যান্ড সিগন্যাল পাঠাতে সক্ষম। এর বিশাল অ্যান্টেনা আগের তুলনায় ১০ গুণ বেশি তথ্য আদান-প্রদান করতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে একে ‘গর্বের মাইলফলক’ বলে অভিহিত করেছেন। ৬৪০ টন ওজনের এই রকেটটি আন্তর্জাতিক বাণিজ্যিক বাজারে ভারতের আধিপত্য আরও মজবুত করল। বিজ্ঞানীরা মনে করছেন, এই সাফল্যের ফলে বিদেশি উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান এখন প্রশ্নাতীত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy