মঞ্চে মহিলা চিকিৎসকের হিজাব টানলেন নীতীশ! ‘ঠিক করেছেন’ বলে বিতর্ক উসকে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

গত ১৬ ডিসেম্বর বিহারের একটি সরকারি অনুষ্ঠানের ভিডিও ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। মঞ্চে এক মহিলা চিকিৎসককে নিয়োগপত্র দেওয়ার সময় তাঁর মাথায় থাকা হিজাব টেনে নামিয়ে দিতে দেখা যায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। ঘটনায় রীতিমতো হকচকিয়ে যান ওই চিকিৎসক। এবার এই চরম বিতর্কিত ঘটনায় নীতীশের পাশে দাঁড়িয়ে বিতর্ক কয়েক গুণ বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

বিতর্কের মূল কেন্দ্রে যা যা ঘটছে:

  • কেন্দ্রীয় মন্ত্রীর সাফাই: গিরিরাজ সিং নীতীশের পক্ষ নিয়ে বলেন, “নীতীশজি কোনো ভুল করেননি। নিয়োগপত্র নিতে গেলে মুখ দেখাবেন না? বিমানবন্দর বা পাসপোর্টের ক্ষেত্রেও চেহারা দেখাতে হয়।” তিনি আরও যোগ করেন যে, এটি কোনো ‘ইসলামিক দেশ’ নয়।

  • বিরোধীদের তোপ: কংগ্রেস এই ঘটনাকে নীতীশের ‘মানসিক অসুস্থতা’ বলে কটাক্ষ করেছে এবং তাঁর পদত্যাগ দাবি করেছে। হাত শিবিরের প্রশ্ন, “সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি এমন কাজ করলে মহিলারা সুরক্ষিত থাকবেন তো?”

  • আরজেডি-র আক্রমণ: লালু প্রসাদের দল আরজেডি জানিয়েছে, এই ঘটনা জেডিইউ-বিজেপি জোটের নারীবিদ্বেষী মনোভাব প্রকাশ করে। একজনের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে।

  • পুরনো বিতর্ক: ভোটকুশলী প্রশান্ত কিশোরও নীতীশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগেও এক মহিলাকে মালা পরানো নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy