ভোটের আগে ১৯ দিনে ২৬ সভা! বারুইপুরে র‍্যাম্পে হেঁটে জনসংযোগ শুরু করছেন অভিষেক

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেল। আজ বারুইপুর থেকে মেগা প্রচার অভিযান শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসের মাত্র ১৯ দিনে রাজ্যজুড়ে ২৬টি সভা করার লক্ষ্য নিয়েছেন তিনি। বিশেষ আকর্ষণ হিসেবে বারুইপুরের সভামঞ্চে থাকছে দীর্ঘ ‘র‍্যাম্প’, যার মাধ্যমে বক্তৃতার মাঝেই জনগণের একেবারে কাছে পৌঁছে যাবেন তিনি।

বিএলএ-দের প্রতি কড়া নির্দেশ: এসআইআর (SIR) ইস্যুতে দলের বিএলএ-২ (BLA-2) স্তরের এক লক্ষেরও বেশি নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সেখানে তিনি স্পষ্ট জানান, “ষড়যন্ত্র গভীর, তাই আগামী দেড় মাস বিএলও-দের ছায়াসঙ্গী হয়ে থাকতে হবে।” প্রতিটি শুনানিকেন্দ্রের বাইরে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প করে ভোটারদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। অভিষেকের বার্তা— “এটা যুদ্ধের সময়, এক ইঞ্চি জমিও ছাড়া যাবে না।”

পাল্টা চালে বিজেপি: অন্যদিকে, আজই মালদহের চাঁচলে হাইকোর্টের অনুমতি নিয়ে ‘পরিবর্তন সংকল্প সভা’ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য রাজনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়ে দিলীপ ঘোষ খড়গপুর বিধানসভা থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সব মিলিয়ে শাসক-বিরোধী দু’পক্ষই এখন পুরোদস্তুর নির্বাচনী মেজাজে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy