ভোটার তালিকার পরিমার্জন নিয়ে কমিশনের ‘দরবার’, আজ থেকে অভিযোগ শুনছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত

রাজ্যের রাজনীতিতে ফের চাঞ্চল্য। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া (SIR) নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও অভিযোগ শুনতে আজ, সোমবার থেকে বিশেষ ‘দরবার’ শুরু করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি বাংলার জন্য বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন ১৯৯০ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। রবিবার থেকেই তিনি ‘ফুল অন অ্যাকশন মোডে’ কাজ শুরু করেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই বিশেষ ‘দরবার’ চলবে দুপুর দেড়টা পর্যন্ত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের দোতলায় বসে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের SIR সংক্রান্ত যাবতীয় অভিযোগ ও অনুযোগ শুনছেন।

কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা পরিমার্জন নিয়ে শাসকশিবির এবং বিরোধী শিবির—উভয়েরই একাধিক অভিযোগ রয়েছে। সাধারণ মানুষেরও নানা সমস্যা তৈরি হয়েছে। এই সবটাই মন দিয়ে শুনতে রাজি হয়েছেন সুব্রত গুপ্ত।

জেলায় জেলায় কমিশনের ‘স্পেশাল ১৩’

অন্যদিকে, সোমবার থেকেই জেলায় জেলায় ‘যুদ্ধকালীন তৎপরতার’ সঙ্গে কাজে নেমে পড়েছে কমিশনের ‘স্পেশাল ১৩’ নামের বিশেষ দলটি। এই বিশেষ দলের নেতৃত্বে রয়েছেন সুব্রত গুপ্ত। তিনি রবিবার ফলতায় গিয়ে কাজের তদারকি করেছিলেন। এবার সোমবার থেকে SIR-এর কাজ একেবারে তৃণমূল স্তরে খতিয়ে দেখতে অন্য ১২ জন পর্যবেক্ষকও ময়দানে নামছেন। প্রত্যেক পর্যবেক্ষক তাঁদের নিজ-নিজ দায়িত্বপ্রাপ্ত জেলায় যাবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy