ভোটার তালিকায় মহা-ঝাড়াই! বাদ পড়ল কেরল-মধ্যপ্রদেশ-ছত্তীসগঢ়ের লক্ষ লক্ষ নাম, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ভারতজুড়ে ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার প্রথম পর্যায়ের ধাক্কায় বড়সড় রদবদল এল খসড়া তালিকায়। মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, কেরল, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের খসড়া তালিকা থেকে বাদ পড়েছে কয়েক লক্ষ ভোটারের নাম। মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করার এই অভিযানে দেখা যাচ্ছে, বিপুল সংখ্যক ভোটার বর্তমানে তাঁদের এলাকায় ‘নিখোঁজ’।

এক নজরে পরিসংখ্যান:

কেরল: বামশাসিত এই রাজ্যে প্রায় ২৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের ৮.৬৫ শতাংশ।

মধ্যপ্রদেশ: বিজেপি শাসিত এই রাজ্যে সংখ্যাটা আরও বেশি—প্রায় ৪২.৭৪ লক্ষ (৯.৭৩ শতাংশ)। এর মধ্যে বড় অংশই মৃত বা স্থানান্তরিত হিসেবে চিহ্নিত।

ছত্তীসগঢ়: সবথেকে বেশি প্রভাব পড়েছে এখানে। প্রায় ২৩.৬৪ লক্ষ নাম বাদ যাওয়ায় শতাংশের বিচারে এটি প্রায় ১৩ শতাংশ।

আন্দামান ও নিকোবর: কেন্দ্রশাসিত এই অঞ্চলের ৩.১০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৬৪ হাজার ভোটারের নাম খসড়া তালিকায় নেই।

বাংলার সাথে তুলনা: ইতিমধ্যেই প্রকাশিত অন্যান্য বড় রাজ্যগুলোর তথ্যের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে নাম বাদ পড়ার হার (৭.৬%) অন্যান্য অনেক রাজ্যের তুলনায় অনেকটাই কম। বিজেপি শাসিত গুজরাতে ১৪.৫% এবং রাজস্থানে ৭.৬৯% নাম বাদ পড়েছে। এমনকি ডিএমকে শাসিত তামিলনাড়ুতে এই সংখ্যা সবথেকে বেশি—১৫ শতাংশ বা প্রায় ৯৭ লক্ষ। এই পরিসংখ্যান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের একাংশের প্রশ্ন, যেখানে অনুপ্রবেশ বা ‘ভুয়া’ ভোটারের বিতর্ক নিয়ে সরব হওয়া হয়, সেখানে বাংলার হার গুজরাত বা তামিলনাড়ুর চেয়ে কম কেন? তবে কমিশন জানিয়েছে, প্রকৃত ভোটাররা যাতে বাদ না পড়েন তার জন্য চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আবারও দাবি ও আপত্তি দাখিলের সুযোগ থাকছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy