ভোটার তালিকা সংশোধন এবং খসড়া তালিকা প্রকাশের দিনেই কড়া অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় জাল নথি দিয়ে নাম তোলার অভিযোগে ধৃত ১৬ জন বাংলাদেশির নাম অবিলম্বে বাতিলের নির্দেশ দিল FPRO (Foreigners Registration Office)। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার মূল তথ্যসমূহ:
-
নাম বাতিলের নির্দেশ: ১৬ জন বাংলাদেশি নাগরিক ভুয়ো তথ্য দিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তুলেছিলেন বলে অভিযোগ। ধরা পড়ার পর তাঁদের নাম তালিকা থেকে মুছে ফেলার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
-
বিভাগীয় তদন্ত: এত কড়াকড়ি থাকা সত্ত্বেও কীভাবে বিদেশিরা ভোটার তালিকায় নাম তুললেন, তা খতিয়ে দেখছে কমিশন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট BLO (Booth Level Officer), ERO এবং AERO-দের শোকজ করা হতে পারে।
-
কড়া পদক্ষেপের হুঁশিয়ারি: কর্তব্যে গাফিলতির প্রমাণ মিললে নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর।
অন্যান্য উল্লেখযোগ্য আপডেট:
-
দ্বৈত ভোটাধিকার নিয়ে কড়াকড়ি: শুধু বিদেশিরাই নয়, যারা একইসঙ্গে দুই জায়গায় (যেমন শ্যামপুকুর ও অশোকনগর) নাম নথিভুক্ত রেখেছেন, তাঁদের বিরুদ্ধেও কমিশন সক্রিয় হয়েছে। ইতিমধ্যে একজনকে শোকজ করা হয়েছে।
-
তথ্য যাচাই: খসড়া তালিকা প্রকাশের পর প্রতিটি নাম নিখুঁতভাবে যাচাই করার প্রক্রিয়া শুরু হয়েছে যাতে কোনো ভুয়ো বা দ্বৈত ভোটার তালিকায় না থাকতে পারে।
নির্বাচন কমিশনের এই কড়া অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে, আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা স্বচ্ছ রাখতে কোনো আপস করা হবে না।