নতুন বছরের শুরুতেই ভোটার তালিকা নির্ভুল করতে কোমর বেঁধে নামল ভারতের নির্বাচন কমিশন। ২৪ ডিসেম্বরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) দ্বিতীয় পর্বে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। এবার থেকে ভোটারদের জমা দেওয়া নথিপত্র মাত্র ৫ দিনের মধ্যে যাচাই করে কমিশনের ওয়েবসাইটে রিপোর্ট আপলোড করতে হবে।
কমিশন জানিয়েছে, যোগ্যতার প্রমাণ হিসেবে যে নথি জমা পড়বে, তা বিএলও অ্যাপের মাধ্যমে আগের পর্বের ডেটা-ম্যাপিংয়ের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। যদি কোনও নথি অন্য জেলা বা অন্য রাজ্য থেকে ইস্যু করা হয়ে থাকে, তবে ইন্টার-ডিস্ট্রিক্ট বা ইন্টার-স্টেট চ্যানেলের মাধ্যমে দ্রুত সেই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। জেলা নির্বাচনী আধিকারিক (DEO) থেকে শুরু করে রোল অবজার্ভার— সকলকেই এই নিয়ম কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ভুয়ো ভোটার বা ভুল তথ্যের ভিত্তিতে নাম তোলা রুখতেই এই নজিরবিহীন সক্রিয়তা বলে মনে করছে রাজনৈতিক মহল।