‘ভুয়ো জবকার্ডে ভর্তি বাংলা, টাকা যাচ্ছে বাংলাদেশিদের অ্যাকাউন্টে’! ১০০ দিনের কাজ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ

রাজ্যের ১০০ দিনের কাজ (MGNREGA) প্রকল্পে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ তুলে শাসকদল তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিস্ফোরক দাবি করে বলেন, “পশ্চিমবঙ্গে ভুয়ো জবকার্ডে ভর্তি। এমনকি বাংলাদেশী অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টেও ১০০ দিনের কাজের টাকা গিয়েছে।” এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য-রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে।

শুভেন্দু অধিকারীর দাবি, বাংলার এই প্রকল্পে হাজার হাজার ভুয়ো জবকার্ড তৈরি করা হয়েছে। যথাযথ তদন্ত হলে বিপুল অঙ্কের আর্থিক তছরুপের প্রমাণ মিলবে। কেন্দ্রীয় সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পটির টাকা কিভাবে রাজ্যের ভুয়ো অ্যাকাউন্টে ঢুকেছে, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী ‘বন্দে মাতরম’ নিয়েও চরম বার্তা দিয়েছেন। তিনি বলেন, “এবার থেকে মুখ্যমন্ত্রী যেখানে যাবেন, সেখানেই ‘বন্দে মাতরম’ গান বাজান হবে।” এই মন্তব্য শাসকদলের সঙ্গে বিরোধী শিবিরের সংঘাতের পারদ আরও বাড়িয়ে দিয়েছে। ১০০ দিনের কাজ নিয়ে শুভেন্দুর এই গুরুতর অভিযোগের বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলের মতে, এই অভিযোগ সামনে আসায় দুর্নীতি ইস্যুতে তৃণমূল ফের চাপে পড়ল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy