অশান্ত বাংলাদেশের পরিস্থিতিকে হাতিয়ার করে এবার ভারতের বিরুদ্ধে বিষোদগার শুরু করল পাকিস্তান। একদিকে যখন ওপার বাংলায় মৌলবাদীদের নিশানায় হিন্দুরা, তখন সেই দায় ভারতের ওপর চাপিয়ে সরাসরি যুদ্ধের হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল) যুব নেতা কামরান সাঈদ উসমানি। মঙ্গলবার এক বিস্ফোরক ভিডিও বার্তায় তিনি জানান, ভারতের ‘অখণ্ড ভারত’ মতাদর্শ রুখতে পাকিস্তান বদ্ধপরিকর।
উসমানি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে, তবে মনে রাখবেন পাকিস্তানের মিসাইল ও সশস্ত্র বাহিনী খুব বেশি দূরে নেই।” এখানেই শেষ নয়, তিনি প্রস্তাব দিয়েছেন যে ভারত বিরোধী লড়াইয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করা উচিত। তাঁর দাবি, পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি এবং বাংলাদেশে পাকিস্তানের সামরিক ঘাঁটি তৈরি হলে ভারতের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করা যাবে। এমনকি চিনকে সঙ্গে নিয়ে অরুণাচল প্রদেশ, লাদাখ এবং দুই দিক থেকে পাকিস্তান ও বাংলাদেশকে ঝাঁপিয়ে পড়ার উস্কানিও দিয়েছেন তিনি। নয়াদিল্লি অবশ্য পাকিস্তানের এই আস্ফালনকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তবে প্রতিবেশী রাষ্ট্রের নেতার এমন প্ররোচনামূলক মন্তব্য দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।