ভয়াবহ গাড়ি দুর্ঘটনা উত্তরপ্রদেশের আমরোহায়! মৃত ৪ MBBS ডাক্তার, গাড়িতে মদের বোতল উদ্ধার ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের আমরোহায় ৯ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল ৪ জন তরুণ চিকিৎসকের। মৃত চারজনের মধ্যে ২ জন বাঙালি রয়েছেন, যার মধ্যে একজন পশ্চিমবঙ্গের বেলঘরিয়া এবং অন্যজন ত্রিপুরার বাসিন্দা। মৃত চিকিৎসকেরা আমরোহার ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ২০২০ ব্যাচের MBBS ছাত্র ছিলেন এবং বর্তমানে সেখানেই ইন্টার্নশিপ করছিলেন।

মৃত চিকিৎসকের নাম অর্ণব চক্রবর্তী (২৫), যিনি বেলঘরিয়ার বাসিন্দা। তাঁর সঙ্গে আরও তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে চার ডাক্তার বিশ্ববিদ্যালয় থেকে নিজেদের গাড়ি নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। আমরোহার ৯ নম্বর জাতীয় সড়কে বিশ্ববিদ্যালয়ের কয়েক কিলোমিটার দূরে দ্রুত গতিতে আসা তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে গাড়ির ভিতরেই আটকে পড়ে চার চিকিৎসকের নিথর দেহ।

পুলিশ ও পরিবারের দাবি নিয়ে বিতর্ক

পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে চিকিৎসকেরা নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ তাঁদের গাড়ি থেকে মদের বোতল ও চিপস উদ্ধার করেছে বলে খবর।

তবে এই পুলিশি দাবির সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছেন নিহত চিকিৎসক অর্ণব চক্রবর্তীর পরিবার। বেলঘরিয়ার চক্রবর্তী পরিবারের দাবি, “ছেলে মদ্যপান করে না, এমনকি সে গাড়িও চালাতে পারত না।”

ভিন রাজ্যে দুর্ঘটনায় এক মেধাবী চিকিৎসকের অকাল মৃত্যুতে বেলঘরিয়ার চক্রবর্তী পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy