ভবানীপুর নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ৪৪ হাজার নাম বাদ পড়ার পর শীর্ষ নেতৃত্ব ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক, ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্পের নির্দেশ

ভোটার তালিকা সংশোধনের (SIR) খসড়া প্রকাশিত হতেই নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে চরম তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রায় ৪৪ হাজার ৭৭০ নাম বাদ পড়ার পর তিনি আট কাউন্সিলর, বিএলএ-টু (BLA 2) এবং দলের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, দেবাশীষ কুমার, সন্দীপ রঞ্জন বকসী, অসীম বসু সহ অন্যান্যরা।

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ:

সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SIR নিয়ে ক্ষোভ প্রকাশ করে যোগ্য ভোটারদের নাম যাতে বাদ না যায়, তার জন্য সমস্ত বিএলএ এবং পদাধিকারীদের ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন।

  • জীবিতদের যাচাই: খসড়া তালিকায় অনেক জীবিত ভোটারদের মৃত হিসাবে দেখানো হয়েছে। এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • মৃত ও স্থানান্তরিত: মৃত ও স্থানান্তরিত ভোটারদের তালিকা বিশেষভাবে যাচাই করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

  • বিএলএ-দের ভূমিকা: মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএ-দের সমন্বয় সম্পর্কে জানতে চান। কেউ যদি ফর্ম ফেরত না দিয়ে থাকেন, তবে তাদের সঙ্গে যোগাযোগ করে বাদ যাওয়া ভোটারদের প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। বিশেষ করে বহুতলগুলিতে বেশি করে নজর দিতে বলা হয়েছে।

বিশেষ নজর যে ওয়ার্ডগুলিতে:

১. ৭০ নম্বর ওয়ার্ড (‘মিনি ইন্ডিয়া’): মুখ্যমন্ত্রী বিশেষভাবে এই ওয়ার্ডের উপরে নজর দিতে স্থানীয় কাউন্সিলর অসীম বসুকে নির্দেশ দিয়েছেন। অতীতে এই অঞ্চলে স্থানীয় বাঙালিদের সরিয়ে বহিরাগতদের ঢুকানোর অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২. খিদিরপুর এলাকা: তৃণমূল সুপ্রিমো এই অঞ্চলের বেশ কয়েকটি ওয়ার্ডের দায়িত্ব দলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিমকে দেখতে নির্দেশ দিয়েছেন। ৩. কালীঘাট সংলগ্ন ওয়ার্ড: দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ কুমারকে কালীঘাট সংলগ্ন ওয়ার্ডের SIR খসড়া তালিকার উপর নজরদারি রাখতে বলেছেন দলনেত্রী।

ভোটারদের পাশে দাঁড়ানোর কৌশল:

  • ক্যাম্প: যখন এক সপ্তাহের পর শুনানি পর্ব শুরু হবে, তখন প্রত্যেক ভোটারের পাশে দাঁড়াতে হবে। আগে যেমন এলাকাভিত্তিক ক্যাম্প করা হয়েছিল, একই ভাবে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে সমস্ত ধরণের সাহায্যের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী।

  • সরকারি সাহায্য: রাজ্য সরকারের পক্ষ থেকে যে ক্যাম্প করা হয়েছে, সেখানে কোনো ভোটারের কাগজ নিয়ে অসুবিধা হলে, তাঁদের ‘মে আই হেল্প ইউ ক্যাম্পে’ নিয়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সাহায্য করতে বলা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেছেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে না, তা নিশ্চিত করতে বিএলওদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy