কন্যাশ্রী, রূপশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার— জনকল্যাণমূলক প্রকল্পে একের পর এক নজির গড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার বছর শেষে বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর নিয়ে এল ‘যুবশ্রী’ প্রকল্প। রাজ্যের শিক্ষিত কিন্তু কর্মহীন যুবক-যুবতীদের আর্থিক স্বাবলম্বী করতে এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার।
২০১৩ সালে মুখ্যমন্ত্রী এই ‘যুব উৎসাহ প্রকল্প’ বা ‘যুবশ্রী’র সূচনা করেন। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে। ১৮ থেকে ৪৫ বছর বয়সী যেকোনো বেকার যুবক-যুবতী এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। তবে মনে রাখতে হবে, আবেদনকারী যদি রাজ্য বা কেন্দ্রের অন্য কোনো সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে থাকেন, তবে তিনি এই ভাতার জন্য যোগ্য হবেন না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি: আধার কার্ড, ভোটার কার্ড, ইনকাম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য।