‘বেঁচে থাকতে বাংলাকে বাংলাদেশ হতে দেব না’, নদীয়ার সভা থেকে হুঙ্কার মিঠুন চক্রবর্তীর

বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এবার সরাসরি ময়দানে নামলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার নদীয়ার মদনপুরের আলাইপুরে এক জনসভায় যোগ দিয়ে ওপার বাংলার পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের শাসক দল— উভয়কেই কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। ‘মহাগুরু’র স্পষ্ট হুঁশিয়ারি, “আমি বেঁচে থাকতে এই বাংলাকে কোনওভাবেই বাংলাদেশ হতে দেব না।”

মিঠুন চক্রবর্তী তাঁর বক্তব্যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলা অত্যাচারের প্রসঙ্গ টেনে বলেন, “ওখানে হারমোনিয়াম ভাঙা হচ্ছে, আর এখানে আমাদের শিল্পীদের গান গাইতে দেওয়া হচ্ছে না। এটা ঠিক নয়।” তিনি আরও যোগ করেন যে, বিজেপি সংখ্যালঘুদের বিরোধী নয়, বরং ভারত-বিদ্বেষীদের বিরোধী। তাঁর অভিযোগ, রাজ্যের শাসক দল ভোটব্যাঙ্কের স্বার্থে এই ভারত-বিদ্বেষী শক্তির বিরুদ্ধে মুখ খুলছে না। দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে যখন কলকাতা থেকে দিল্লি— সর্বত্র প্রতিবাদের আগুন জ্বলছে, তখন মিঠুনের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy