বুমরাহকে টপকে বিশ্বরেকর্ড কামিন্সের! অ্যাডিলেডে রুটের উইকেট নিয়ে ইতিহাস গড়লেন অজি অধিনায়ক

পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই রাজকীয় প্রত্যাবর্তন প্যাট কামিন্সের। অ্যাডিলেড ওভালে অ্যাশেজের মেগা লড়াইয়ে ইংল্যান্ডের কোমর ভেঙে দিলেন অজি অধিনায়ক। শুধু উইকেট নেওয়াই নয়, এদিন ইংরেজ মহাতারকা জো রুটকে আউট করে জসপ্রীত বুমরাহ এবং মিচেল স্টার্ককে এক অনন্য লড়াইয়ে পিছনে ফেলে দিলেন তিনি।

ম্যাচের আগে জো রুটকে সর্বাধিকবার (১১ বার) আউট করার রেকর্ডে বুমরাহ ও স্টার্কের সঙ্গে সমানে সমানে ছিলেন কামিন্স। কিন্তু বৃহস্পতিবার রুটকে মাত্র ১৯ রানে প্যাভিলিয়নে ফিরিয়ে ১২তম বার তাঁর শিকার বানালেন অজি পেসার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে রুটকে তাঁর চেয়ে বেশি কেউ আউট করতে পারেননি। এদিন কামিন্সের দাপটে ৮ উইকেটে ২১৩ রানে ধুঁকছে ইংল্যান্ড। অজিদের প্রথম ইনিংসের থেকে তারা এখনো ১৫৮ রানে পিছিয়ে। কামিন্স একাই নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে, এদিন গ্লেন ম্যাকগ্রাকে টপকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ইতিহাস গড়লেন নাথান লায়নও।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy