সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIR)-এর খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশন আলাদা করে নাম বাদের খসড়া তালিকাও প্রকাশ করেছে। যদিও এই বিপুল সংখ্যক নাম বাদ গেলেও আসন্ন নির্বাচনে এর খুব একটা ছাপ পড়বে না বলেই মনে করছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।
অনুব্রত মণ্ডলের বিশ্লেষণ:
হাতে তালিকা নিয়ে অনুব্রত মণ্ডল জানান, বীরভূম জেলায় প্রায় ১ লক্ষ ১৭ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তবে তাঁর দাবি, এই বাদ যাওয়া নামের সিংহভাগই:
-
মৃত ভোটার: অধিকাংশ নামই মৃত ভোটারদের।
-
স্থানান্তরিত ভোটার: কাজ পেয়ে অনেকে অন্যত্র চলে গিয়েছেন, এমন ভোটারের সংখ্যাও কম নয়।
অনুব্রত মণ্ডল বলেন, “বীরভূমের প্রতিটি পৌরসভার প্রায় সব ওয়ার্ডেই কমবেশি মৃত ভোটারদের নাম বাদ গিয়েছে। যেসব নাম বাদ পড়েছে, তার অধিকাংশই আগেও বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ ছিল। ফলে নতুন করে কোনও বড় পরিবর্তন বা প্রভাব পড়ার প্রশ্নই নেই।”
সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি সাফ বলেন, “কোনও চান্সই নেই প্রভাব পড়ার।” তিনি নিজের ওয়ার্ডের উদাহরণ দিয়ে বলেন, “আমার ওয়ার্ডে ৬টা বুথ মিলিয়ে ১৭৬ জনের নাম বাদ দিয়েছে। সব ওয়ার্ডেই কমবেশি একই ছবি।”
রাজ্যজুড়ে বাদ পড়া নামের সংখ্যা:
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গোটা রাজ্যজুড়ে বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। অনেক জেলাতেই ২ লাখের কাছাকাছি নাম বাদ পড়েছে।
অন্যদিকে, বীরভূম থেকে প্রায় ৬৩ হাজার ৫০২ জন ভোটারকে ২০০২ সালের ম্যাপিং না হওয়া সংক্রান্ত কারণে শুনানিতে (হিয়ারিংয়ে) ডাকা হচ্ছে।