বিদেশের মাটিতে রাহুলের তোপ! “ভোট লুঠ হচ্ছে ভারতে,” বার্লিনে বিস্ফোরক বিরোধী দলনেতা

জার্মানির বার্লিনে প্রবাসী ভারতীয়দের সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের নির্বাচনী স্বচ্ছতা ও গণতান্ত্রিক কাঠামো নিয়ে কার্যত বোমা ফাটালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর এখন “পূর্ণমাত্রার আক্রমণ” চলছে। রাহুল সরাসরি অভিযোগ করেন, হরিয়ানা নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও তা মানা হয়নি এবং মহারাষ্ট্রের নির্বাচন ছিল পুরোপুরি “অন্যায্য”।

ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে রাহুল উদাহরণ দেন যে, তালিকায় এক ব্রাজিলিয়ান মহিলার নাম ২২ বার পাওয়া গিয়েছে। তাঁর মতে, নির্বাচন কমিশন ও তদন্তকারী সংস্থাগুলো এখন আর স্বাধীন নয়, বরং রাজনৈতিক চাপে পিষ্ট। রাহুলের এই বক্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের বদনাম করার অভিযোগে সরব হয়েছে শাসক দল বিজেপি।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা রাহুলের এই সফরকে “ভারত বদনাম যাত্রা” বলে কটাক্ষ করেছেন। বিজেপির দাবি, নির্বাচনে হার সহ্য করতে না পেরেই রাহুল গান্ধী বিদেশের মাটিতে ভারতের গণতন্ত্রকে কালিমালিপ্ত করছেন। ভারতের নির্বাচন ব্যবস্থা যেখানে বিশ্বজুড়ে প্রশংসিত, সেখানে রাহুলের এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও সংবিধান অবমাননাকর বলে দাবি করেছে গেরুয়া শিবির।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy