এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানি নিয়ে এবার চরম ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফর্ম জমা নেওয়ার পর্ব মিটতেই শুরু হয়েছে যাচাইকরণ বা শুনানির প্রক্রিয়া, আর সেখানেই একের পর এক অসংগতি নিয়ে সরব হয়েছেন তিনি। সোমবার এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, সামান্য বানানের ভুলের অজুহাতে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
সবচেয়ে বড় অভিযোগ উঠেছে মহিলাদের ক্ষেত্রে। মমতার দাবি, বিয়ের পর অনেক মহিলার পদবী স্বাভাবিকভাবেই বদলে যায়, কিন্তু সেই কারণ দেখিয়েই অনেকের নাম ছেঁটে ফেলা হচ্ছে। পাশাপাশি, ভাষা বিতর্ক উসকে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, “বাংলায় কেন ইংরেজিতে লেখা ফর্ম বিলি করা হল?” তাঁর যুক্তি, ইংরেজি এবং বাংলা বানানের উচ্চারণে বিস্তর ফারাক থাকে, যার ফলে সাধারণ মানুষের ফর্মে ভুল হওয়া স্বাভাবিক।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, নথির সামান্য ত্রুটির জন্য সাধারণ মানুষকে হেনস্তা করা বরদাস্ত করা হবে না। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং রাজ্যের মানুষের অধিকার রক্ষায় তিনি রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন।