গত ১৪ বছরে বাংলা ছেড়েছে প্রায় ৭ হাজার সংস্থা। যার মধ্যে ৪৪৮টি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত (লিস্টেড কোম্পানি)। অর্থাৎ, এই একটি সংস্থাও আর বাংলায় নেই! বৃহস্পতিবার রাজ্যসভায় অধিবেশনের মাঝে এই বিস্ফোরক তথ্য দিয়েই তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
রাজ্যসভায় সেন্ট্রাল এক্সারসাইজ বিল ২০২৫ পেশ করার সময় বিল নিয়ে বিতর্ক চলাকালীন তৃণমূল সাংসদ ‘বাংলার বঞ্চনা’ টেনে ধরেন এবং কেন্দ্রকে ‘বাংলাকে এড়িয়ে চলা বন্ধ করার’ অনুরোধ করেন।
এর পাল্টা জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “বর্তমান সরকার বাংলাকে কখনওই কোনও কিছু থেকেই বঞ্চিত করেনি। বরং, তৃণমূলই বাংলার বিকাশে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে।” এরপরেই তিনি বাংলা থেকে বিভিন্ন সংস্থার অন্যত্র চলে যাওয়ার একটি রিপোর্ট তুলে ধরেন।
নির্মলা সীতারামন বলেন, “গত ১৪ বছরে বাংলা ছেড়েছে মোট ৬ হাজার ৮৯৫টি সংস্থা। যাঁদের মধ্যে ৪৪৮টি লিস্টেড সংস্থা এবং বাকি ৬ হাজার ৪৪৭টি আনলিস্টেড।”
উল্লেখ্য, শীতকালীন অধিবেশন চলাকালীন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্রা এই ৬,৮৯৫টি সংস্থার বঙ্গ-ত্যাগের কথা জানিয়েছিলেন। নির্মলা সেই তথ্যই ব্যবহার করে তৃণমূল সাংসদকে বিঁধলেন। প্রতিমন্ত্রী আরও জানিয়েছিলেন, শেষ ছয় মাসেই বাংলা থেকে বিদায় নিয়েছে ২০৭টি সংস্থা এবং গতবছর এই বিদায়ী সংস্থার পরিমাণ ছিল ৩৬৬টি। সবচেয়ে বেশি বিদায় নিয়েছিল ২০১৭-১৮ সালে, মোট ১ হাজার ২৭টি সংস্থা।