বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের ঘটনায় এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ময়মনসিংহের ভালুকায় তরুণ শ্রমিক দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্র সরকারকে ঢাকার সঙ্গে অবিলম্বে কূটনৈতিক আলোচনা শুরুর অনুরোধ জানিয়েছেন তিনি। প্রিয়াঙ্কার দাবি, প্রতিবেশী দেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ওপর যে পাশবিকতা চালানো হয়েছে, তা দেখে শিউরে উঠছে বিশ্ব। একদল উন্মত্ত জনতা দিপুকে নগ্ন করে বেঁধে গণপিটুনি দেয় এবং পরে তাঁর দেহে আগুন ধরিয়ে দেয়। এই মর্মান্তিক দৃশ্য উপস্থিত জনতা মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করে। এই পৈশাচিকতাকে “চরমভাবে উদ্বেগজনক” এবং “মানবতার বিরুদ্ধে অপরাধ” বলে অভিহিত করেছেন প্রিয়াঙ্কা।
এক্স (টুইটার) হ্যান্ডেলে কংগ্রেস নেত্রী লিখেছেন, ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে এই ধরণের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার সাতজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। ওপার বাংলার এই উত্তপ্ত পরিস্থিতি এবং সংখ্যালঘুদের অসহায়তা নিয়ে এপাড় বাংলায়ও নিন্দার ঝড় উঠেছে।