বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে টলিউড তথা সাংস্কৃতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওপার বাংলার অরাজকতা এবং মৌলবাদের বাড়বাড়ন্ত দেখে সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র থেকে শুরু করে পরিচালক শুভ্রজিৎ মিত্র—সবাই আজ ক্ষুব্ধ ও মর্মাহত। সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র নিজের যন্ত্রণার কথা লিখে জানিয়েছেন, “বাংলাদেশ তোমার নাম থেকে কি ‘বাংলা’ মুছে ফেলতে পারবে! বাংলার খেয়ে আজ তোমরা হিংসা ফলাচ্ছো। রবীন্দ্রনাথ-নজরুলকে শেষ করতে গিয়ে আদতে তোমরা নিজেদেরই শেষ করছো।”
অন্যদিকে, কড়া ভাষায় তোপ দেগেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র। তাঁর সাফ কথা, “বাংলাদেশকে আমি দেশ বলেই মনে করি না। ভারত চাইলে মাত্র ১৫ মিনিটে ওদের শেষ করে দিতে পারে। ফারাক্কা আর ব্রহ্মপুত্রের জল ছেড়ে দিলে এবং আকাশপথ বন্ধ করলেই সব শেষ।” অভিনেতা শুভ্রজিৎ দত্তও মৌলবাদের বিরুদ্ধে সরব হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছেন। নাট্য ব্যক্তিত্ব দেবপ্রতীম দাশগুপ্তও যন্ত্রণার সুরে জানিয়েছেন, বর্তমানের এই অরাজক বাংলাদেশ আজ এক ‘বারুদের স্তূপ’ ছাড়া আর কিছুই নয়। কলকাতার শিল্পী মহলের এই কড়া সমালোচনা এখন নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল।