বলাগড়ে তৃণমূলের ‘ঐতিহাসিক’ সভায় ব্রাত্য বিধায়ক! ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন মনোরঞ্জন ব্যাপারি

বলাগড় বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি বড় জনসভাকে কেন্দ্র করে দলের অন্দরের ফাটল ফের প্রকাশ্যে এল। বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির অভিযোগ, একতারপুরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে একটি “ঐতিহাসিক” সভা অনুষ্ঠিত হলেও তাঁকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। বর্তমানে বিধানসভার কমিটির ট্যুরে জেলার বাইরে থাকা বিধায়ক ফেসবুকে লিখেছেন, আগে জানলে তিনি সফর বাতিল করেও সভায় যেতেন।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের সমন্বয়হীনতা এবং গোষ্ঠীকোন্দলের তত্ত্ব আরও জোরালো হয়েছে। জেলা স্তরের বড় নেতাদের উপস্থিতিতে আয়োজিত সভায় খোদ স্থানীয় বিধায়ককে আমন্ত্রণ না জানানোয় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। মনোরঞ্জনবাবু একদিকে সভা সফল হওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন, অন্যদিকে তাঁকে এড়িয়ে যাওয়ায় নিজের ক্ষোভও গোপন করেননি। এই নিয়ে অস্বস্তিতে শাসকদল এবং কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy