দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোর (Indigo) পরিষেবায় চরম বিশৃঙ্খলার জেরে যাত্রীদের সঙ্কট আরও বাড়ল। পরিচালন পরিষেবায় সমস্যার কারণ দেখিয়ে সংস্থাটি শুক্রবার মধ্যরাত পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে সমস্ত অভ্যন্তরীণ বিমান বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর পাশাপাশি, একই দিনে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর থেকেও সমস্ত বিমান বাতিল করার কথা জানিয়েছে ইন্ডিগো।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড বা ডায়াল (DIAL)-এর তরফে এক্স হ্যান্ডেলে (আগের টুইটার) এই ঘোষণাটি করা হয়েছে। ডায়াল কর্তৃপক্ষ জানিয়েছে যে, অন্যান্য সংস্থার বিমান পরিষেবায় কোনও পরিবর্তন করা হয়নি। পোস্টে লেখা হয়েছে, “৫ ডিসেম্বর ২০২৫, দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর অভ্যন্তরীণ সমস্ত বিমান আজ মধ্যরাত পর্যন্ত বাতিল করা হয়েছে।”
ডায়াল আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সমস্ত রকম ব্যবস্থা করবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই ইন্ডিগোর বিমান বিভ্রাট চরমে পৌঁছেছে। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছয়টি মেট্রো বিমানবন্দরে ইন্ডিগোর অন-টাইম পারফরম্যান্স (OTP) মাত্র ৮.৫ শতাংশে নেমে এসেছে। ক্রু এবং রোস্টার সংকটের কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।