বড়সড় ডাকাতির ছক বানচাল! এগরা থেকে আগ্নেয়াস্ত্র-গুলি সহ ৫ ডাকাতকে গ্রেফতার করল পুলিশ

পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায় একটি বড়সড় ডাকাতির পরিকল্পনা বানচাল করল পুলিশ। আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজন ডাকাতকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ দুষ্কৃতীমূলক কার্যকলাপ রুখতে বড় সাফল্য পেয়েছে।

ঘটনাস্থল ও অভিযান:

পরিকল্পনা: জানা গিয়েছে, ডাকাত দলটি এগরার এক ব্যক্তির বাড়িতে ডাকাতির জন্য জড়ো হয়েছিল।

পুলিশি অভিযান: বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁয়ের নেতৃত্বে এস আই সৌরভ গরাই এবং এস আই বুদ্ধদেব মান্না সহ বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়।

গ্রেফতার: এগরা ২ নং ব্লকের দেশবন্ধু অঞ্চল থেকে ঢিল ছোড়া দূরত্বের কেউটগেড়্যা এলাকা থেকে পাঁচ জনের ডাকাত দলটিকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রী:

ধৃতদের কাছ থেকে পুলিশ নিম্নলিখিত সামগ্রীগুলি উদ্ধার করেছে:

দু’টি বাইক

একটি আগ্নেয়াস্ত্র

৬ রাউন্ড গুলি

একটি ছুরি

অন্যান্য কিছু অস্ত্র

দু’টি মোবাইল ফোন

ধৃতদের পরিচয় ও পরবর্তী পদক্ষেপ:

গ্রেফতার হওয়া ডাকাতদের বাড়ি ভগবানপুর ও খেজুরি এলাকায় বলে জানা গেছে। ধৃতদের আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে।

এগরা থানার পুলিশের এই সফল অভিযানে এলাকায় একটি বড়সড় ডাকাতি ঠেকানো সম্ভব হয়েছে এবং দুষ্কৃতীমূলক কার্যকলাপ রুখতে পুলিশ ফের একবার বড় সাফল্য অর্জন করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy