উৎসবের মরসুমে বিষাদের সুর বীরভূমের দুবরাজপুরে। বড়দিনের সকালেই শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মা ও তাঁর মাত্র দু’বছরের শিশুকন্যার রহস্যমৃত্যুকে ঘিরে। দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ায় মোড়ল পুকুর থেকে উদ্ধার হয়েছে তাঁদের দেহ। মৃতদের নাম মালা হাজরা এবং তাঁর শিশুকন্যা বৃষ্টি হাজরা।
ঘটনার প্রেক্ষাপট: পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন মালা ও তাঁর মেয়ে। বুধবার দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। পুলিশ ও কাউন্সিলর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও কোনও হদিস পাননি। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা পুকুরে মহিলার দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। প্রথমে মায়ের দেহ উদ্ধার হলেও শিশুর খোঁজ মেলেনি। পরে পুকুরে জাল নামিয়ে দীর্ঘ তল্লাশির পর ছোট্ট বৃষ্টির দেহ উদ্ধার হয়।
রহস্যে ঘেরা মৃত্যু: মৃতার পরিবার জানিয়েছে, মালার স্বামী কাজের সূত্রে চেন্নাইয়ে থাকেন। বাড়িতে কোনও পারিবারিক বিবাদ বা ঝগড়াও হয়নি। তাহলে কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধন্দে আত্মীয়রা। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর রুজ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।