বড়দিনের সকালে চার্চে প্রধানমন্ত্রী! যিশুর চরণে প্রার্থনা সেরে দেশবাসীকে দিলেন সম্প্রীতির বার্তা

আজ বড়দিন। উৎসবের এই পুণ্য লগ্নে দিল্লির ঐতিহাসিক ‘দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন’-এ সকালের প্রার্থনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত খ্রিস্টান ধর্মাবলম্বীর সঙ্গে সারিবদ্ধভাবে বসে যিশুর আরাধনায় সামিল হন তিনি। বড়দিনের সকালে চার্চ চত্বরে ছিল এক স্বর্গীয় পরিবেশ—প্রার্থনা, ক্যারল আর শান্তির সুরে মুখরিত চারদিক।

এদিনের বিশেষ প্রার্থনা সভায় দিল্লির বিশপ পল স্বরূপ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পাঠ করেন। যিশু খ্রিস্টের প্রেম, দয়া এবং সহমর্মিতার মূল মন্ত্রটিই ছিল এই সভার প্রধান সুর। প্রধানমন্ত্রীকে অত্যন্ত সাধারণের মতো সাধারণ মানুষের মাঝে বসে প্রার্থনা করতে দেখা যায়।

প্রার্থনা শেষে প্রধানমন্ত্রী তাঁর এই অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেন। এক্স (X) হ্যান্ডেলে তিনি লেখেন, “দিল্লির দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন-এ বড়দিনের প্রার্থনা সভায় যোগ দিলাম। এই বিশেষ ক্ষণটি ভালবাসা এবং শান্তির বার্তা বহন করে। বড়দিনের এই ভাবনা আমাদের সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বাড়িয়ে তুলুক।” এছাড়াও তিনি সভার বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে এক নিবিড় সংযোগ বজায় রাখছেন প্রধানমন্ত্রী। গত বছরের ইস্টার থেকে শুরু করে নিজের বাসভবনে বড়দিনের উৎসব আয়োজন—প্রতিটি ক্ষেত্রেই তাঁর উপস্থিতি লক্ষ্যণীয় ছিল। এ বছরও বড়দিনের সকালে চার্চে গিয়ে তিনি একতার বার্তাই পৌঁছে দিলেন দেশবাসীর কাছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy