বড়দিনের আগেই বড় ধামাকা! খুলছে দার্জিলিঙের ঐতিহ্যবাহী ‘গ্লেনারি’জ’, স্বস্তিতে পর্যটকরা

দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা আর ঐতিহ্যবাহী ‘গ্লেনারি’জ’ (Glenary’s)। বড়দিনের ঠিক মুখে শৈলশহরের এই শতবর্ষ প্রাচীন রেস্তোরাঁ ও পানশালা নিয়ে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিনহা সার্কিট বেঞ্চে এক অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছেন, আপাতত ১২ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে গ্লেনারি’জের পানশালা।

গত ৯ ডিসেম্বর আবগারি দপ্তর একাধিক বেনিয়ম ও নথি সংক্রান্ত অভিযোগ তুলে এই পানশালা ও লাইভ মিউজিক তিন মাসের জন্য বন্ধ করে দিয়েছিল। গ্লেনারি’জের মালিক তথা জিটিএ সভাসদ অজয় এডওয়ার্ড এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছিলেন। হাইকোর্টের একক বেঞ্চ এর আগে নির্দেশ দিয়েছিল যে, ত্রুটিগুলো সংশোধনযোগ্য এবং আবগারি দপ্তরকে পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে, দপ্তর পরিদর্শন করেনি।

এদিন বিচারপতি সিনহা স্পষ্ট জানান, আবগারি দপ্তরের পাব বন্ধ রাখার নির্দেশ আপাতত কার্যকর হবে না। ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে এবং সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে পাহাড়ের অন্যতম প্রধান আকর্ষণের দরজা ফের খুলে যাওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে ভ্রমণপিপাসুরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy