বড়দিনেও কি সোয়েটার আলমারিতে? পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বঙ্গে শীতের আমেজ ফিকে, জানুন লেটেস্ট আপডেট

ক্যালেন্ডার বলছে ডিসেম্বরের শেষ ভাগ, কিন্তু আবহাওয়া বলছে অন্য কথা। প্রতি বছর এই সময় শহরবাসী যে হাড়কাঁপানো ঠান্ডার স্বাদ পান, এবার তা কার্যত উধাও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিনেও জাঁকিয়ে শীতের তেমন কোনও সম্ভাবনা নেই। পর পর পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই পৌষের শুরুতে বঙ্গে শীতের পথে কাঁটা তৈরি হয়েছে।

কেন এই পরিস্থিতি? (আবহাওয়া সিস্টেম): বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। জম্মু-কাশ্মীর সংলগ্ন পাহাড়ি এলাকায় ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। এর পাশাপাশি দক্ষিণ-পশ্চিম ইরান সংলগ্ন এলাকায় নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আগামী কয়েকদিন পারদ আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এক নজরে বাংলার আবহাওয়া:
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আগামী পাঁচ দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের বেলা রোদ থাকবে এবং ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে।

দক্ষিণবঙ্গ: পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে (পুরুলিয়া, বাঁকুড়া) পারদ ১৩-১৪ ডিগ্রির ঘরে থাকলেও বাকি জেলাগুলিতে শীতের অনুভূতি বেশ কম। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গ: পাহাড়ে শীতের আমেজ অটুট থাকলেও সমতলে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। দার্জিলিং ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। মালদা ও দুই দিনাজপুরে তাপমাত্রা থাকবে ১৫-১৭ ডিগ্রির ঘরে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy