নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য আজ বড় স্বস্তির দিন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মামলার পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর মামলাতেও জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
শারীরিক স্বাস্থ্যের কারণে সুজয়কৃষ্ণ ভদ্র গত কয়েকমাস ধরেই অন্তর্বর্তী জামিনে বাইরে ছিলেন। এবার দুই গুরুত্বপূর্ণ মামলাতেই স্থায়ী জামিন পেলেন তিনি।
তবে জামিন দেওয়ার সময় আদালত সুজয়কৃষ্ণ ভদ্রের উপর একাধিক কড়া শর্ত আরোপ করেছে। সেগুলির মধ্যে প্রধান হল—
পাসপোর্ট জমা রাখা: তাঁকে বিশেষ আদালতের কাছে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে।
ভ্রমণ নিষেধাজ্ঞা: কলকাতা ছেড়ে অন্যত্র কোথাও যেতে পারবেন না।
নিয়মিত হাজিরা: বিশেষ আদালতে প্রত্যেক শুনানির দিন তাঁকে অবশ্যই হাজিরা দিতে হবে।
তদন্তে সহযোগিতা: সপ্তাহে একবার তাঁকে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে।
নিয়ম মেনে চলতে হবে: তিনি কোনো নথি বা তথ্য বিকৃত করতে পারবেন না।
যোগাযোগ: তাঁকে তাঁর মোবাইল নম্বর আদালত এবং তদন্তকারী সংস্থাকে জানাতে হবে এবং সেই নম্বর পরিবর্তন করতে পারবেন না।
এই শর্তাবলী মেনে চললে সুজয়কৃষ্ণ ভদ্র জেল থেকে মুক্তি পাবেন।