বক্স অফিসে ১০০০ কোটির তুফান! ‘ধুরন্ধর ২’-এর মুক্তি ঘোষণা, কে এই রহস্যময় ‘বড়ে সাহাব’?

ডিসেম্বরের হাড়কাঁপানো শীতেও বক্স অফিসের পারদ চড়চড়িয়ে বাড়িয়ে দিয়েছে রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’। ১০০০ কোটির ক্লাবের দিকে দৌড় লাগানো এই ছবির সাফল্যের রেশ থাকতেই নির্মাতা আদিত্য ধর দিলেন বড় খবর। ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’। যেখানে এই ছবির সাড়ে তিন ঘণ্টার কাহিনি শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই শুরু হবে রহস্যের দ্বিতীয় অধ্যায়।

বর্তমানে দর্শকদের মনে একটাই প্রশ্ন— কে এই ‘বড়ে সাহাব’? প্রথম পর্বে সঞ্জয় দত্তের চরিত্র আসলাম যাকে নেপথ্যের আসল কারিগর বলে উল্লেখ করেছেন, সেই রহস্যময় চরিত্রটিকে নিয়ে তিনটি তত্ত্ব ঘোরাফেরা করছে। বড় অংশের দাবি, বাস্তবের ডন দাউদ ইব্রাহিমই হলেন এই ‘বড়ে সাহাব’। কারণ, ছবির কাস্ট লিস্টে দানিশ ইকবালের নাম রয়েছে দাউদ হিসেবে, যাকে প্রথম পর্বে মাত্র কয়েক সেকেন্ড দেখা গিয়েছে। অন্য একটি মহলের মতে, কান্দাহার বিমান ছিনতাইয়ের প্রেক্ষাপট থাকায় এই চরিত্রটি আসলে জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। আবার তৃতীয় একটি পক্ষ আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের নামও উড়িয়ে দিচ্ছে না।

ইতিমধ্যেই ‘ধুরন্ধর ২’-এর চিত্রগ্রহণের কাজ শেষ। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। প্রথম পর্বে ফেলে আসা অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর মিলবে দ্বিতীয় খণ্ডে। পাকিস্তানের বাইরে থেকে কলকাঠি নাড়া এই ‘বড়ে সাহাব’-এর আসল পরিচয় ফাঁস হতেই এখন দিন গুনছেন দর্শকরা। ১৯ মার্চ ২০২৬-এ বড় পর্দায় ফিরছে এই হাই-ভোল্টেজ স্পাই ড্রামা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy