ফ্ল্যাশব্যাক রবিনসন স্ট্রিট: পচাগলা দেহ আগলে তিন দিন! কসবার বোসপুকুরে সেই ভয়াবহ স্মৃতি!

ঠিক এক দশক আগের কলকাতার কুখ্যাত রবিনসন স্ট্রিট-কাণ্ডের ভয়াবহ স্মৃতি এবার ফিরে এলো কসবার বোসপুকুরে। বোসপুকুরের একটি আবাসনের একতলা থেকে উদ্ধার হলো সুমিত সেন (৬৪) নামে এক বৃদ্ধের পচাগলা দেহ। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, দরজা ভেঙে ঘরে ঢোকার পর পুলিশ দেখে—ওই পচাগলা দেহের পাশেই নির্বিকার মুখে বসে রয়েছেন সুমিতবাবুর স্ত্রী অর্চনা সেন এবং কন্যা সম্প্রীতি সেন।

কী ঘটেছিল বোসপুকুরে?

বোসপুকুরের এই সেন পরিবারটি খুব একটা বাইরে বেরোতেন না। অবসরের পরে সুমিত সেন একটি বেসরকারি সংস্থার চাকরি ছেড়ে দেন। গত তিনদিন ধরে পরিবারের কাউকে বাড়ির বাইরে দেখতে না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাঁরা কসবা এলাকায় সেন পরিবারের এক আত্মীয়কে খবর দেন।

সন্দেহ ঘনীভূত: আত্মীয়রা সম্প্রীতিকে ফোন করলে তিনি দাবি করেন, ‘মা-বাবা ভালো আছেন’। কিন্তু মা-বাবাকে ফোন দিতে বললে তিনি নানা অজুহাত দেখান।

পুলিশের আগমন: সোমবার আত্মীয় ও প্রতিবেশীরা আবাসনে গিয়ে আবার ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় কসবা থানায় খবর দেন।

দেহ উদ্ধার: পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই ঘরের ভেতরে অসহনীয় দুর্গন্ধ পায়। মাটিতে পড়ে ছিল সুমিত সেনের পচাগলা দেহ। তার ঠিক পাশেই বসেছিলেন স্ত্রী ও মেয়ে।

প্রাথমিক অনুমান ও তদন্ত:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুমিত সেনের মৃত্যু কবে এবং কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পরিবারের তিন সদস্যই দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

কসবা থানা এই ঘটনার তদন্তে নেমেছে। সেন পরিবারের দুই সদস্যের মানসিক অবস্থা, সুমিতের মৃত্যুর নির্দিষ্ট কারণ এবং মৃত্যুর পর কত দিন দেহ ঘরে পড়ে ছিল—সবটাই খতিয়ে দেখা হচ্ছে। পরিবারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়দের বক্তব্যও সংগ্রহ করা হচ্ছে।

রবিনসন স্ট্রিট-কাণ্ডের ছায়া:

২০১৫ সালের রবিনসন স্ট্রিটের সেই ভয়ঙ্কর ঘটনা আজও শহরের মানুষ ভুলতে পারেনি। সেই ঘটনায় পার্থ দে তাঁর দিদির কঙ্কালকে মাসের পর মাস ঘরে রেখে খাবার দিতেন, এবং একই ফ্ল্যাটে তাঁর বাবার দগ্ধ দেহও পাওয়া গিয়েছিল। তৎপরবর্তী বছরগুলোতে কসবা, গড়ফা, নেতাজি নগর, সল্টলেক-সহ একাধিক জায়গায় একই ধরনের ঘটনা দেখা গিয়েছে। বোসপুকুরের এই ঘটনা আবারও সেই অন্ধকার স্মৃতির পুনরাবৃত্তি ঘটাল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy