ফের বাতিল ১৭৯টি ফ্লাইট, বেঙ্গালুরু-হায়দরাবাদ রুটে চরম দুর্ভোগ! DGCA-এর কোপে ইন্ডিগো, কী হবে যাত্রীদের?

টানা আট দিন ধরে ইন্ডিগো বিমান পরিষেবার স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই, যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইন্ডিগো কর্তৃপক্ষ বারবার দাবি করা সত্ত্বেও, গত মঙ্গলবার থেকে এই মঙ্গলবার পর্যন্ত আট দিন কেটে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। আজ বেঙ্গালুরু ও হায়দরাবাদ রুটে ইন্ডিগো প্রায় ১৭৯টি ফ্লাইট বাতিল করেছে। এর জেরে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না বহু যাত্রী। এই ভয়াবহ পরিস্থিতির মাঝে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত উড়ান নিয়ন্ত্রক সংস্থা (DGCA) জানিয়ে দিল, ইন্ডিগো তাদের পরিষেবা দক্ষতার সঙ্গে পরিচালন করার ক্ষমতা দেখাতে পারেনি।

অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টর জেনারেলের কার্যালয় এদিন একটি নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সমস্ত রুটে ইন্ডিগোর বিমানের সময়সূচি ৫ শতাংশ কমাতে হবে। এর অর্থ হলো, সমস্ত রুট মিলিয়ে ইন্ডিগোর বিমানের সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে DGCA। বিমান পরিষেবা সংস্থাটিকে আগামিকাল, ১০ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে নিয়ন্ত্রকের কাছে একটি সংশোধিত ফ্লাইট সূচি তৈরি করে জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু জানান, সরকার নিশ্চিতভাবে ইন্ডিগোর স্লট কমিয়ে দেবে। এর ফলে চলতি মরশুমের বিমান চলাচলের সময়সূচিতে অন্যান্য অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলি তাদের কয়েকটি রুট পাবে। ইন্ডিগো সূত্রে খবর, মঙ্গলবার হায়দরাবাদ থেকে ৫৮টি (১৪টি যাওয়া ও ৪৪টি আসার) এবং বেঙ্গালুরু থেকে ১২১টি (৫৮টি যাওয়া ও ৬৩টি আসার) ফ্লাইট বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে DGCA-এর কড়া নির্দেশ ইন্ডিগোর জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy