প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM-Kisan) ২২তম কিস্তির জন্য দিন গুনছেন দেশের কোটি কোটি কৃষক। তবে সম্প্রতি ‘ফার্মার আইডি’ (Farmer ID) নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে বড় তথ্য দিল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সব রাজ্যে পুরনো উপভোক্তাদের জন্য এই আইডি বাধ্যতামূলক নয়। তবে তালিকায় নাম থাকা ১৪টি রাজ্যে নতুন করে যারা আবেদন করবেন, তাদের জন্য ফার্মার আইডি থাকা আবশ্যিক।
প্রকৃত কৃষকদের হাতে প্রকল্পের টাকা পৌঁছে দিতে এবং জালিয়াতি রুখতেই এই আইডির ব্যবস্থা করা হচ্ছে। যাদের রাজ্যে এই নিয়ম চালু হয়েছে, তারা সময়মতো আইডি না করালে পরবর্তী ২,০০০ টাকার কিস্তি আটকে যেতে পারে। আধার কার্ড, জমির নথি এবং মোবাইল নম্বর থাকলেই অনলাইনের মাধ্যমে এই আইডি তৈরি করা সম্ভব। ভবিষ্যতে সব রাজ্যেই এই নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগেভাগেই প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের।